পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুরে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ক্যান্সারে আক্রান্ত ০৪ জন, লিভার সিরোসিসে আক্রান্ত ০২ জন ও স্ট্রোকে প্যারালাইজড ০১ জনসহ সর্বমোট ০৭ জনের মাঝে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুর সহকারী কমিশনার( ভূমি) রাসেল ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল হক, বিআরডিবি অফিসার মোহাম্মদ আব্দুস সাত্তার কাকন, উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম ও অন্যান্য অফিসারবৃন্দ।
অনুষ্ঠান শেষে রায়পুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফ হোসেন, কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপজেলা চেয়ারম্যান প্রিন্সিপাল মামুনুর রশীদ , উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ ও রায়পুর পৌসভার মেয়র জনাব গিয়াস উদ্দীন রুবেল ভাটের প্রতি।
সুবিধাভোগী যারা চেক পেয়েছেনঃ
০১। শাহিনুর বেগম(স্ট্রোকে প্যারালাইজড), পিতাঃ মৃত মোঃ হানিফ, গ্রামঃ পশ্চিম কেরোয়া, রায়পুর পৌরসভা।
০২। মোঃ সোহেল মোল্লা(ক্যান্সার), পিতাঃ মোঃ জসিম উদ্দিন, গ্রামঃ চর কাছিয়া।
০৩। নাজমা আক্তার(ক্যান্সার), পিতাঃ ছানা উল্লাহ, গ্রামঃ সাগরদী।
০৪। মোঃ মাহফুজুর রহমান(ক্যান্সার), পিতাঃ জহিরুল হক মুন্সী, গ্রামঃ সাইচা।
০৫। ফরিদা আক্তার(ক্যান্সার), পিতাঃ লুতু মিয়া, গ্রামঃ লামচরী।
০৬। কুলছুমা বেগম(লিভার সিরোসিস) পিতাঃ আব্দুর রব, গ্রামঃ পূর্ব লাচ।
০৭। ফরিদা আক্তার(লিভার সিরোসিস), পিতাঃ আব্দুল গফুর, গ্রামঃ সোনাপুর।
Leave a Reply