মোঃ মোশাররফ হোসেন মনির
শরণখোলা প্রতিনিধি;-
জ্বালানী তেল ও ভোজ্য তেলের দাম বাড়ানোতে সর্বস্তরের মানুষের জীবন যাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে। পরিবহন ভাড়াসহ পণ্যমূল্য বেড়েছিল আগেই। এমনিতেই করোনা মহামারী মানুষের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দিয়ে গেছে, মানুষ অতি কষ্টে দিনাতিপাত করছে। এমন দূরাবস্থার মাঝে সর্বকালের রেকর্ড গড়ে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্তে সর্বত্রই চলছে ব্যাপক সমালোচনা। জনবান্ধব এ সরকারের কাছে মানুষ এমনটি আশা করে না। দেশের ১% মানুষও বিষয়টিকে সহজভাবে নিতে পারছে না। রাস্তাঘাট, হাটবাজার এবং অফিস আদালতসহ সর্বত্রই চলছে কঠোর সমালোচনা।
ভালোবাসি দেশের জনগণকে, ভালোবাসি গণমানুষের নির্ভরতার প্রতীক জননেত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগকে। অথচ অসহনীয় কিছু সিদ্ধান্তে সাধারণ জনগনের পাশাপাশি কোটি কোটি নিবেদিতপ্রাণ দলীয় নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতা আজ হতাশ, ক্ষুব্ধ এবং ব্যথিত। কাউকে বুঝানো যাচ্ছে না।
শত বাঁধা বিপত্তি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ সময়ে আওয়ামী লীগ সরকারকে জনগনের প্রতিপক্ষ বানাতে এমন গণবিরোধী সিদ্ধান্ত কারা চাপিয়ে দিচ্ছে ? তারা কি সরকারের ভালো চায়? বিষয়টি ভেবে দেখা দরকার।
তেলের দাম সহনীয় পর্যায়ে পূন:নির্ধারণ এবং নিত্য পণ্যের মূল্য কমাতে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় শীর্ষ নীতিনির্ধারক- গণের হস্তক্ষেপ কামনা করছি।
মানুষ কষ্ট পাচ্ছে..!
গণমানুষে পক্ষে..!
পঙ্কজ মিত্র
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মঠবাড়িয়া উপজেলা শাখার সহ- সম্পাদক।
Leave a Reply