লিয়াকত মাসুদ,কসবা প্রতিনিধি;-
ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি ইউনিয়নের কাঠেরপুলে অভিযান চালিয়ে ৮শত পিস ইয়াবাসহ চিহিৃত মাদক পাচার কারী শাকিল (২২) গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। কসবা থানা ওসি আলমগীর ভূইয়া জানায়, চিহিৃত মাদক কারবারি শাকিল মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অন্যান্য মাদকের কারবার করে আসছিল। গোপন সুত্রে খবর পেয়ে বৃহম্পতিবার রাতে পুলিশের একটি টীম এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার কুটি রানিয়ারা কাঠেরপুল এলাকা শাকিল মিয়াকে ৮শত পিস ইয়াবাসহ পুলিশ হাতে-নাতে তাকে গ্রেফতার করে। শাকিল মিয়া উপজেলার বায়েক ইউপির মাদলা গ্রামের শহীদ মিয়ার ছেলে বলে জানা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুমনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply