তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ-
১১ ই মার্চ ২০২২ইং চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে কবির আলপনা সাহিত্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুনীজন সংবর্ধনার আয়োজন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ড.আনোয়ারা আলম এর সভাপতিত্বে উপস্থাপিকা বীণাপাণি চক্রবর্তীর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও একুশে পদক প্রাপ্ত সুব্রত বড়ুয়া, বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক রাশেদ রউফ,ভাইস চেয়ারম্যান, রাঙ্গামাটি সদর উপজেলা রাঙ্গামাটি নাসরিন ইসলাম,উপদেষ্টা জেবুন্নেসা সুইটি, কবি’র আলপনা সাহিত্য পরিষদপরিবারের বিভিন্ন জেলা থেকে আগত গুনিমান্য কবিগণ।উক্ত অনুষ্ঠানে ঘোষণাকৃত সাহিত্যে বিজয়ী ৩ জন কবি হেলাল চৌধুরী,কথা সাহিত্যিক রুনা তাসমিনা,শিশু সাহিত্যিক ইমরুল ইউসুফ কে পুরষ্কার প্রদান করা হয়। এই সময় কবির আলপনা সাহিত্য পরিবারে বিশেষ অবদান রাখার জন্য বিবি ফাতেমাকে কবির আলপনা সাহিত্য সূচক গুণীজন সংবর্ধনা দেয়া হয় এবং সম্মাননা স্মারকটি তার হাতে তুলে দেয়া হয়।এছাড়া সুন্দর ও সৃজনশীল আয়োজনে ভোজন বিলাসের মাধ্যমে অন্যান্য কবি গুণীদের উত্তরীয়, বেইস ও বই সহ সংবর্ধনা ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান উদযাপিত হয়।
Leave a Reply