মোঃ রুবেল মিয়া,সরাইল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;-
কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যুবদল এর এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দীকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও সদস্য সচিব নুর আলমের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া রেল গেইট হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।দ্রব্যমূল্যে উর্ধ্বগতির প্রতিবাদে নানা শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে গিয়ে যুক্ত হয়।
১৩ মার্চ ২০২২খ্রি, রবিবার সকাল ১১ টায় জেলা যুবদলের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারান সম্পাদক তরুন দে।বিক্ষোভ সামাবেশ টি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ।
এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান মুল্লা কচি, সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সহ জেলার সকল উপজেলার বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply