পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর, (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশনায় এবং রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের তত্ত্বাবধানে ১৩ মার্চ রবিবার ২০২২ তারিখে রায়পুর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কোর্ট পরিচালনা করেন, রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল । এসময় মূল্য তালিকা না ঝুলানো, অতিরিক্ত দামে পন্য বিক্রির অপরাধে, ভোক্তা-অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫ ব্যবসায়ীকে পৃথক মামলায় ৩৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে
Leave a Reply