ইমাদুল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি;-
যশোরের চৌগাছা আলোচিত ঠান্ডু মেম্বার হত্যা মামলার আসামি তিন জনকে আটক করেছ র্যাব। শনিবার ১২ মার্চ রাতে ঢাকার আশুলিয়া সুটিং বাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ফারুক হোসেন {৪০} আব্দুর খালেক (৫৫)। ও তোতা মিয়া (৩৫) যশোর র্যাব ৬ এর কমান্ডার লে কর্নেল নাজিউর রহমান সাংবাদিকদের জানান, গত বছর ২১ ফোব্রুয়ারী যশোরের চৌগাছা উপজেলা পাতিবিলা বাজারে মেম্বার ঠান্ডুকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন হন।
এ ঘটনার যশোর চৌগাছা থানার একটি হত্যা মামলা হয়। ঐ মামলার এ জাহার ভুক্ত আসামি একই এলাকার আসামি ফারুক হোসেন, তোতা মিয়া, আব্দুর খালেক।এতো দিন যাবৎ পলাতক থাকার পর প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে র্যাব নিশ্চিত হয় যে ওরা আশুলিয়াতে সুটিং বাড়িতে আছে। শনিবার তাদেরকে আটক করে।
Leave a Reply