আবু আহমেদ উবায়দা,
বড়লেখা প্রতিনিধিঃ-
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামে সরকারি ভাবে নব নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র কাজ পাকশাইল আশ্রয় কেন্দ্র ভবন নির্মানে মহা দুর্নীতির অভিযোগ।
নির্মান কাজ শেষ হওয়ার আগে ভবনটি ধসে পড়েছে। নির্মানাধীন ভবনের বিভিন্ন ওয়ালে একজন লোকের সামান্য হাতের ধাক্কায় ধসে পড়ছে বিভিন্ন ওয়াল।
আজ পাকশাইল গ্রামের কয়েকজন লোক বিদ্যালয়ের ভবনের নির্মান কাজ দেখতে যান এবং কৌতূহল বসত ওয়ালে হাত দিতেই দেখেন ওয়ালগুলো এদিক-ওদিক দুলছে। একটু হাত লাগাতেই ওয়ালটি ধ্বসে মাটিতে পড়ে যায়।
পরবর্তীতে ১নং ওয়ার্ডের মেম্বার লোকমান উদ্দিন বায়েছ, বর্ণি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ও বর্ণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেহান উদ্দিন কে অবগত করলে তারা ও দেখতে বিদ্যালয়ে উপস্থিত হন।
তারা ও নিজে উপস্থিত থেকে অন্যান্য ওয়ালে হাত লাগাতেই ওয়ালগুলো নিমিষেই ধ্বসে পড়ে। তাই এলাকা বাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
এমন নড়বড়ে ভবনটির কার্যক্রম চালু করলেই ভবন ধ্বসে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এমন নড়বড়ে ভবনে দুর্ঘটনা নিশ্চিত। তাই অবিলম্বে প্রশাসনের লোকদের ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা উচিত।
Leave a Reply