লিয়াকত মাসুদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;-
কসবায় গত বুধবার রাতে পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা পৌর শহরের কালিকাপুর এলাকার খালেক মিয়ার ছেলে বাবুল মিয়া (২৭) ও নরসিংদী সদর উপজেলার বিলাসাদী এলাকার মৃত ছাদির মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৫০)। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা পৌর শহরের কালিকাপুর এলাকায় বাবুল মিয়ার বাড়িতে গত বুধবার রাতে মাদক কেনা-বেচার খবর পেয়ে কসবা থানা পুলিশ অভিযান চালায়। এ সময় বাবুল মিয়া ও ফাতেমা বেগমকে ১০ কেজি গাঁজা গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এস.আই) রওশন জামান বাদী হয়ে বাবুল মিয়া ও ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
অপরদিকে কসবা থানার পুলিশ গত বুধবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করেছে। মদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রটি গাঁজা ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কসবা থানা পুলিশের এস.আই আবদুর রাজ্জাক বাদী হয়ে কৈখলা গ্রামের খোরশেদ মিয়া ও বাপ্পি মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়া আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে
Leave a Reply