পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ (১৬ই মার্চ) বুধবার রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এটি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহি অফিসার অঞ্জন দাস, সাবেক মেয়র ও রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক হাজী ইসমাইল খোকন ,মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ ঝুটন প্রমুখ।
সংসদ সদস্য এডভোকেট নয়ন বলেন, অচিরেই বিদ্যালয়টির সীমানা ওয়াল করে দিবেন। মেয়র রুবেল ভাট বলেন, ৫ টি শেনীর ৫০ জন কৃতি শিক্ষার্থীকে তিনি ১০০০ টাকা করে বৃত্তি দিবেন।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। ছাত্রীদের লেখাপড়ায় বেশী মনোযোগী হতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন।
Leave a Reply