মোঃ রুবেল মিয়া,সরাইল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;-
সরাইলের ফাহিমা নরসিংদী জেলার শিবপুর থানা থেকে উদ্ধার করেছে পুলিশ।
ফাহিমা সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগরাজোর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
১৭ মার্চ২০২২খ্রিঃ, বৃহস্পতিবার বিকালে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের দিক নির্দেশনায় এসআই মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাহিমা কে নরসিংদী জেলার শিবপুর থানার মুনসেফেরচর এলাকার থেকে উদ্ধার করেন।
জানা যায়, নরসিংদী উপজেলা ভেলানগর চিনিশপুর এলকার বাসিন্দা আল আমিনের স্ত্রী অসুস্থ থাকায় তার বাচ্চার দেখাশোনা করার জন্য সরাইলের ফাহিমাকে তার বাসায় নেয়। ফাহিমা কিছুদিন আল আমিনের বাসায় থাকার পর বিগত ১২/১/২০২২ ইং তারিখে কাউকে কিছু না বলে ওই বাসা থেকে বের হয়ে যায়।আর ফিরে আসেনি।
এ ব্যাপারে আল আমিন বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকায়, বাচ্চার দেখাশুনো করার জন্য ফাহিমা কে নেই। কিছুদিন বাসায় থাকার পর আমার বাসার গেইটের তালা খুলে ফাহিমা বের হয়ে যায়। আর ফিরে আসেনি।আমি এ বিষয়ে নরসিংদী সদর থানায় একটি জিডি ও একটি অভিযোগ করেছি। ফাহিমার বাবা নজরুল ইসলাম আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এতদিন যাবত হয়রানি করে আসছে, আজ সত্য উদঘাটন হয়েছে।আমি পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে সরাইল থানার এসআই মোঃ জসিম উদ্দিন বলেন, ফাহিমা কে নরসিংদী জেলার শিবপুর থানার মুনসেফেরচর এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ২ মাসে আগে ফাহিমাকে শিবপুর থানার সৈয়দনগর এলাকার একটি রাস্তার উপর দেখতে পায় হাসিনা বেগম নামে এক বৃদ্ধ মহিলা, ফাহিমা কে আশ্রয় দেয় এবং কিছুদিন ভরন পোষণ করেনওই মহিলা।এ ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধি অবগত করেন ওই বৃদ্ধা মহিলা।পরে ফাহিমা কে ভরণ পোষণ করার সামর্থ্য না থাকায়, ওই মহিলা ফাহিমা কে এলাকার একটি বাসায় দিয়ে দেয় ।
Leave a Reply