আহসান হাবীব,স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী সুবর্ণচর উপজেলার দুই ইউপির নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে দুই ইউনিয়নের ৬ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ১৮ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ১নং চরজব্বর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু।
এর আগে গত বুধবার (১৬মার্চ) বিকাল সাড়ে ৩ টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের আনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।
শপথ বাক্য শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা, সুবর্ণচর উপজেলার বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছায়েদল হক ভূঁইয়া,বিশিষ্ট সমাজ সেবক হাজী আবদুল হক চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বারগণ।
চেয়ারম্যানগন হলেন, ১নং চর জব্বর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট ওমর ফারুক , ৫নং চর জুবিলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু।
Leave a Reply