1. admin@danikagonikontho.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সরাইলে প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ শিক্ষা বৃত্তি -২০২৩ প্রদান নাজিরপুরে প্রয়াত ওয়ার্ড বিএনপি নেতা লিয়াকত হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জ-২ সংসদীয় আসনে জনপ্রিয়তার শীর্ষে আওয়ামীলীগের এ্যাডঃ সোহরাব উদ্দিন অনিয়মের অভিযোগে নাজিরপুরের এ্যাসিল্যান্ড সাময়িক বরখাস্ত চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন চট্টগ্রাম ইপিজেড থানা পুলিশের অভিযানে চোরাই মটর সাইকেল সহ গ্রেফতার -৫ চট্টগ্রামে কলেরার টিকা কার্যক্রমের তৃতীয় দিনে উপস্থিতির সংখ্যা কম মঠবাড়িয়ায় অবৈধ কারেন্ট জাল বিক্রয়কারি ৪ জনকে জরিমানা মঠবাড়িয়ায় মুজিব কেল্লা নির্মাণ কাজের উদ্বোধন পিরোজপুর জেলা যুবদলের নবনির্বাচিত কমিটিকে নাজিরপুরে ফুলের মালা দিয়ে অভিনন্দন

নিজ গ্রামে শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন ডাঃ নুরুন্নাহার ফাতেমা

  • আপডেট সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১২৫ বার পঠিত

আবু আহমেদ উবায়দা,
বড়লেখা,প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের ঐতিহ্যবাহী পাকশাইল গ্রামের কৃতিসন্তান অধ‍্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা স্বাধীনতা স্বর্ন পদক ২০১৯ এ ভুষিত হওয়ায় পাকশাইল গ্রামের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে গন সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ‍্যালয় মাটে ১ নং ওয়ার্ডে পাকশাইল এর মেম্বার লোকমান উদ্দিন বায়েছের সভাপতিত্বে ও পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ রেহান উদ্দিনের পরিচালনায় পাকশাইল মহিলা মাদ্রাসার শিক্ষক ঈসমাইল হোসেনের ক্বোরআন তেলাওয়াতের মধ্যে পাকশাইল গ্রামবাসির উদ‍্যোগে এক বিশাল গনসংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে সংবর্ধিত অথিতি অধ‍্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল নুরুন নাহার ফাতেমা, তার বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি বলেন গ্রামের মানুষের এতো ভালবাসা ও আন্তরিকতা দেখে তিনি ও তার ভাই আবেগে আপ্লুত হয়েছেন। পারিবারিক অ স্বচ্ছলতা ও একজন নারী হয়ে সমাজিক বিভিন্ন বাধা উপেক্ষা করে নিজ সম্মান রক্ষা করে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌছে নিজ পরিবার, গ্রাম ও দেশের মানুষের মুখ উজ্জল করতে পারায় তিনি নিজেও আনন্দিত। তিনি দেশ ও দেশের মানুষের জন‍্য আজীবন কাজ করে যেতে চান।
গ্রামের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন‍্য তার পিতা মাতার নামে গঠিত ওয়াদুদ ময়মুন নেছা ফাউন্ডেশনের উদ‍্যোগে পাকশাইল গ্রামে ফ্রি ফ্রাইডে নামে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্টা করেন। গ্রামের মানুষের দাবির প্রেক্ষিতে এই ক্লিনিকের মাধ‍্যমে বিভিন্ন উন্নত চিকিৎসা সেবার দেওয়ার জন‍্য সর্বাধুনিক চিকিৎসা ব‍্যবস্থা চালু করার আশ্বাস দেন।তিনি পাকশাইল গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসাবে রুপান্তরিত করার লক্ষে গ্রামের খালের দুই পারে গার্ডওয়াল দিয়ে ক‍্যানেল তৈরির মাধ‍্যমে একটি পর্যটন মুলক গ্রাম তৈরির লক্ষে একটি প্রকল্প গ্রহন করেন। প্রকল্পটি বাস্তবায়নের জন‍্য বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের মাধ‍্যমে সরকারের কাছে একটি আবেদন পত্র গ্রামবাসির সম্মুখে ই প্রদান করেন।
পাকশাইল গ্রামের দরিদ্র অসহায় মানুষদের রমজান মাসে সহায়তা প্রদানের জন‍্য তিনি পাকশাইল গ্রেটভিশন এসোসিয়েশনের মাধ‍্যমে ৫০ হাজার টাকা নগদ অনুদান প্রদানের ঘোষনা দেন।
এছাড়া তিনি তার মরহুম পিতা মাতা চাচা চাচী ও দাদা দাদি যারা এই গ্রামেই বসবাস করে মৃত্যু বরন করেছেন তাদের স্মৃতিচারণ করে মরহুমদের পবিত্র আত্তার মাগফেরাত কামনার জন‍্য গ্রামের মুরব্বীদের কাছে দোয়ার জন‍্য অনুরোধ করেন।
প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন ডাক্তার একে এম রাজ্জাক থোরাসিক সার্জন, গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢাকা।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন এডভোকেট একে এম বদরুদ্দোজা : সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা। মোহাম্মদ সোয়েব আহমদ, উপজেলা চেয়ারম্যান বড়লেখা। একে এম হেলাল উদ্দিন, অধ‍্যক্ষ – নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ বড়লেখা।ডাঃফজলুল হক সোহেল,এমবিবিএস সিলেট জালালাবাদ রাকীব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতাল,ডাঃকে এম সাবের আহমদ,মেডিসিন বিভাগীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট।মোহাম্মদ অাসুক উদ্দিন, অধ‍্যক্ষ, এম মুন্তাজিম আলী কলেজ বর্নি। আহমদ রিয়াজ : চেয়ারম্যান – বাংলাদেশ প্রবাসী কল‍্যান পরিষদ। আবদুল্লাহ আলমাহফুজ সুমন, ব‍্যাবস্থাপক ইসলামী ব‍্যাংক আউটলেট শাখা ফকির বাজার।মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার হারুনুর রশিদ,পাকশাইল আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মাষ্টার আনোয়ার হোসেন,১নং বর্নি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন,জনাব সাইবুর রহমান সহ আরো অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Dainik Agoni Kontho
Theme Customized By Theme Park BD