তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ-
চট্টগ্রামসহ সবমিলিয়ে দেশে এখন ৪৩ হাজার ৬৪২ নদীর অবৈধ দখলদার রয়ে গেছে।
চট্টগ্রাম বিভাগে বর্তমানে তালিকাভুক্ত অবৈধ দখলদার ১৮ হাজার ৫৩৭ জন। এর বিপরীতে উচ্ছেদকৃত অবৈধ দখলদারের সংখ্যা ১ হাজার ৮৬৯। ঢাকা বিভাগে তালিকাভুক্ত অবৈধ দখলদার ১০ হাজার ২৬৯ জন। এর বিপরীতে উচ্ছেদকৃত অবৈধ দখলদারের সংখ্যা ২ হাজার ৩৪১। খুলনা বিভাগে তালিকাভুক্ত অবৈধ দখলদার ১২ হাজার ৬৪০ জন। এর বিপরীতে উচ্ছেদকৃত অবৈধ দখলদারের সংখ্যা ৫ হাজার ৩০৩। রাজশাহী বিভাগে তালিকাভুক্ত অবৈধ দখলদার ২ হাজার ৭৩০ জন। এর বিপরীতে উচ্ছেদকৃত অবৈধ দখলদারের সংখ্যা ৩৮।
সিলেট বিভাগে তালিকাভুক্ত অবৈধ দখলদার ২ হাজার ৪৪ জন। এর বিপরীতে উচ্ছেদকৃত অবৈধ দখলদারের সংখ্যা ৬০২। বরিশাল বিভাগে তালিকাভুক্ত অবৈধ দখলদার ৪ হাজার ৬৮৮ জন। এর বিপরীতে উচ্ছেদকৃত অবৈধ দখলদারের সংখ্যা ১ হাজার ৭০। রংপুর বিভাগে তালিকাভুক্ত অবৈধ দখলদার ২ হাজার ৬৯৩ জন। এর বিপরীতে উচ্ছেদকৃত অবৈধ দখলদারের সংখ্যা ৮১৩। ময়মনসিংহ বিভাগে তালিকাভুক্ত অবৈধ দখলদার ৩ হাজার ৯০৫ জন। এর বিপরীতে উচ্ছেদকৃত অবৈধ দখলদারের সংখ্যা ১ হাজার ৮২৮।
জাতীয় নদী রক্ষা কমিশন দখলদারের এই তালিকা তৈরি করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে। তবে বিতর্ক আছে এই তালিকা নিয়েও।
আবার চট্টগ্রামসহ সারা দেশে এতো বিপুল সংখ্যক নদী দখলদার থাকলেও বিপরীতে সব বিভাগেই উচ্ছেদের হার খুবই কম। এদের উচ্ছেদই বা কখন করা হবে— সেটা নিয়েও ধারণা নেই নদী রক্ষা কমিশনের। কারণ কমিশন নিজে থেকে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। তারা কেবল সুপারিশ করতে পারে। আবার সেই সুপারিশ না মানলেও কার্যত তাদের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। ফলে নামে ‘নদী রক্ষা কমিশন’ হলেও তালিকা তৈরি ছাড়া নদী রক্ষায় এর কোনো ভূমিকাই নেই।
Leave a Reply