লিয়াকত মাসুদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;-
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় (২২ মার্চ) গভীর রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমরাইল ও খাড়েরা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ কেজি ৪শ গ্রাম গাজা উদ্ধার করেছে। এসময় পুলিশ ৫ মাদক পাচারকারীকে আটক করে।
আটককৃতরা হলোঃ খাড়েরা ইউনিয়নের খেওড়া গ্রামের মৃত শাহআলম মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২), ইউনুছ মিয়ার ছেলে মো: জুয়েল (২৭) সোনারগাঁও গ্রামের মৃত অহিজ মিয়ার ছেলে মো: মনির হোসেন (৪৫), মেহারী ইউনিয়নের যমুনা গ্রামের জহির মিয়ার ছেলে মো.ওয়াসিম (২৮) ও মুর্শিদ মিয়ার ছেলে মো.বাবু মিয়া (২০) । আটককৃতদের বিরুদ্ধে কসবা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূইয়া জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের মাধ্যমে পৃথক পৃথক অভিযান চালিয়ে কেয়াইর উত্তরাপাড়া থেকে ৬ কেজি গাঁজা, শিমরাইল সাতপাড়া থেকে ১১ কেজি ৩শ গ্রাম গাঁজা ও সোনারগাঁও থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলিটসহ ৫ মাদক পাচারকারীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply