আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ২টি ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (২১ মার্চ) উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ১নং চরজব্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহন করেন ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ খসরু , ১নং চরজব্বর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকসহ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যগণ।
এর আগে ইউনিয়ন পরিষদের সামনে নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা জানান ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর- সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও শত শত জনগণ।
Leave a Reply