শামসুজ্জামান সেন্টু,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি;-
আত্রাই ( নওগাঁ) : উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আত্রাইয়ে আনন্দ র্যালি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭দিন ব্যাপি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বিকেল ৫ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের এক অনন্য অর্জন এই র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সালাম, কৃষি কর্মকর্তা মোঃ কে এম কাওছার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়ালী-উল ইসলামসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। র্যালি শেষে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭দিন ব্যাপি মেলার সমাপনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম। মেলায় প্রথম স্থান অধিকার করেছে উপজেলা যুব উন্নয়ন, দ্বিতীয় উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও কৃষি অধিদপ্তর, তৃতীয় উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ও ভূমি অফিস।
Leave a Reply