পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরের প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ আর নেই।
শুক্রবার ২৫ মার্চ সকালে রায়পুর পৌরসভার কাঞ্চন পুর গ্রামে নীজ বাড়ীতে একাকি ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর।
রাত সাড়ে ৯ ঘটিকার সময় তার নিজ বাড়ীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হারুনুর রশিদ দৈনিক ইনকিলাবের রায়পুর প্রতিনিধি ও লাখো কন্ঠের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি জাসদ (ইনু) রায়পুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য স্বজন রেখে গেছে।
সাংবাদিক হারুনুর রশিদের মৃত্যুতে আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, স্থানীয় সাংসদ এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন,সাবেক সাংসদ আবুল খায়ের ভুঁইয়া,উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ,আ’লীগের সাধারন সম্পাদক হাজি ইসমাইল খোকন, সাবেক মেয়র বাবুল পাঠান, পৌরসভার মেয়র রুবেল ভাট, প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামীলীগ, বিএনপি, জাপা, রায়পুর রিপোর্টার্স ইউনিটি, রায়পুর প্রেসক্লাব, রায়পুর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply