বান্দরবান- আলীকদম প্রতিনিধি;-
আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নে রমজানের পবিত্র রক্ষার্থে রেপার পাড়া হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যেগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (০২ এপ্রিল ২০২২ইং) আসরের নামাজের পর রেপার পাড়া কেন্দ্রীয় জামেমসজিদস্থ থেকে আহলান সাহলান মাহে রমাদান, মাহে রমাদানের পবিত্রতা রক্ষা কর, করতে হবে, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ কর, করতে হবে, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধের স্লোগানে র্যালি ও পথসভা বের হয়ে রেপার পাড়া বাজার ঘুরে এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পুনরায় রেপার পাড়া কেন্দ্রীয় জামেমসজিদ চত্বরে শেষ করা হয়।
এসময় এলাকার মুসলিম সমাজের সর্বস্থরে দায়িত্বশীলগণরা উপস্থিত ছিলেন। এসময় হিলফুল ফুজুল ফাউন্ডেশনের বিভিন্ন স্থরের নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সংগঠনে নেতারা বক্তব্যে বলেন পবিত্র রমজান মাস হলো মুসলমানদের গুনাহ গুনাহ মাফের মাস তাই আমরা মুসলমান আমাদেরকে নিজ দায়িত্বে রমজানের পবিত্র রক্ষা করব
বক্তারা আরও জানায় মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করতে হবে , দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখার, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করতে হবে। মিত্যাচার, ঘিবত,সুদ,ঘুষ,জুয়া,ও দুর্নীতি ইত্যাদি বন্ধের দাবি জানানো হয়।
Leave a Reply