লিয়াকত মাসুদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;-
ব্রাহ্মণবাড়ি কসবায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে টিসিবির তেল, ডাল ও চিনি বিক্রি করাহয়। আজ ২ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার পৌরসভায় ২হাজার ৪শত ৫৪ জন পরিবারের মধ্যে এসব পণ্য বিক্রি করা হয়।
টিসিবি পণ্য বিক্রিকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, পৌর মেয়র এমজি হাক্কানী, সহকারী কমিশনার প্রাথমিক (ভুমি) সনজিব সরকার, উপজেলা টিসিবির ডিলার আবু কাউসার, সাংবাদিক লিয়াকত মাসুদ, সাবেক ছাএলীগের সহ সভাপতি মো ইব্রাহীম,
২০ মার্চ থেকে সারাদেশে এক কোটি পরিবারের মধ্যে রমজান উপলক্ষে ৪৬০ টাকায় ২ কেজি তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ডালের প্যাকেজ বিক্রি করছে টিসিবি। বাজারে একটি প্যাকেজের এসব পণ্যের মূল্য সাতশ টাকারও বেশি।
রমজানের আগে বাজার মূল্যের চেয়ে কম দামে এসব নিত্য পণ্য কিনতে পেরে খুশি নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এ ধরনের উদ্যোগ চালু রাখা গেলে তারা আরও উপকৃত হবেন বলে জানান।
কসবা পৌরসভার গুরুহিত গ্রামের রশিদা বেগম জানান, তার পাঁচজনের পরিবারে রোজার আগে কমদামে এসব পণ্য কিনতে পেরে খুব উপকার হয়েছে
উপজেলা টিসিবির ডিলার আবু কাউসার জানান
ফ্যামিলি কার্ডে একটি পরিবার একমাসের ব্যবধানে দুইটি কার্ডে দুইবার পণ্য কিনতে পারবেন প্রথম দফার পণ্য বিক্রি শেষে রোজার মধ্যে দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডধারীদের এসব পণ্যের সঙ্গে অতিরিক্ত ২ কেজি ছোলা বিক্রি করা হবে।
Leave a Reply