পঙ্কজ মিত্র:মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়া ঘনবসতিপূর্ণ এলাকায় ইট পোড়ানোর অভিযোগে শনিবার বিকেলে অবৈধ ইটের পাঁজা পানি দিয়ে বিনষ্ট ও শাহ আলম গাজী নামের ওই পাঁজা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। শাহ আলম গাজী মঠবাড়িয়া উপজেলার মধ্য সোনাখালী গ্রাামের সৈজদ্দিন গাজীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মধ্য সোনাখালী গ্রামের শাহ আলম গাজী দীর্ঘদিন ধরে ঘনবসতিপূর্ণ এলাকায় এস.কে.এম নামের ইটের পাঁজা তৈরি করে কাঠ দিয়ে ইট পুড়িয়ে আসছিল। এ অভিযোগে দুই বছর পূর্বে তাকে জরিমানা ও ইটের পাঁজা বন্ধ করে দেয়া হয়। এরপর এক বছর ইট পাঁজা বন্ধ রেখে ওই পাজার মালিক শাহ আলম গাজি পুনরায় ওই পাঁজায় আবার ইট পোড়ানো শুরু করেছে।
এ অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ খায়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পাঁজা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা ও ফায়ার সার্ভিস ডেকে পাঁজার কাঁচা ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়। উল্লেখ্য মঠবাড়িয়া উপজেলায় অসাধু ইট ভাটার মালিকরা প্রতি বছর এর ন্যায় এবারো প্রায় শতাধিক অবৈধ ইট ভাটায় তৈরি করে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পুড়ছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ খায়রুল ইসলাম চৌধুরী জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply