পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুরে ৪০০গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী হান্নান ও সাহেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ২ এপ্রিল রাত ১০:১৫ টায় লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ সাহাদাত হোসেন টিটো এর দিক নির্দেশে মাদক উদ্ধারে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়েন্দা শাখার এসআই মোঃ নুরুল ইসলাম, এএসআই মোঃ শফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর সদর থানাধীন ০২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের হাসনাবাদ সাকিন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আবদুল হান্নান(৪৭), পিতা-মৃত আবদুল মন্নান খাঁন, মাতা-মৃত রফিকের নেছা, সাং-গোপিনাথপুর (আবদুল আজিজ খাঁনের বাড়ী), ০৮নং ওয়ার্ড, ০২নং দক্ষিন হামছাদী ইউপি, থানা-সদর এবং আবু সাহেদ প্রকাশ পাকিস্তানী (৩৬), পিতা-মৃত জান মোহাম্মদ প্রকাশ আইয়ুব, মাতা-আয়াতের নেছা, সাং-শৈরশৈই(কাজী বাড়ী), ০৬নং ওয়ার্ড, ০২নং নোয়াগাঁও ইউপি, থানা-রামগঞ্জ, উভয়কে গ্রেফতার করে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। ল্ক্ষ্মীপুর গোয়েন্তা পুলিশের উপ-পরিদর্শক নূরুল ইসলাম জানান, ১নং আসামী আঃ হান্নানের বিরুদ্ধে ০৭টি ও ২নং আসামী আবু শাহেদের বিরুদ্ধে ০২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
Leave a Reply