এম এ হান্নান,পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ-
৫ এপ্রিল মঙ্গল বার কিশোরগঞ্জে পাকুন্দিয়া দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া পুলিশ সোমবার রাত ২.৩০ দিকে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার শালংকা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জ সদর উপজেলা জালুয়া পড়া গ্রামে মৃত মজিবুর রহমান ছেলে আকরাম হোসেন (২১), একেই গ্রামে আব্দুল হকের ছেলে সাব্বির (২০) ও পাকিন্দিয়া উপজেলা ষাইটকাহন গ্রামে নয়ন মিয়া ছেলে আবু সালে তপু (২২)।
এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি বড় ছোরা, গিয়ার চাকু উদ্ধার করা হয়। জানা যায়, পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের শালংকা পুলেরঘাট টু পাকুন্দিয়া রোডে এলাকায় একত্রিত হয়ে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ডাকাত দলের সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দলের অন্য সদস্যরা সুকৌশলে পালিয়ে যায়।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, গোপন সংবাদের
ভিত্তিতে জানা যায় যে, পাকুন্দিয়া উপজেলার শালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন
মোড়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর একদল দুষ্কৃতিকারী
ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। এ সংবাদের ভিত্তিতে এসআই (নি:) মিজানুর
রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাত ২টার দিকে অভিযান চালায়।গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply