পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় আজ ০৫ এপ্রিল মঙ্গলবার ২০২২ তারিখে রায়পুর বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বেলা ১২ টায় বাজার মনিটরিংয়ে নামেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনজন দাস, রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল। উক্ত কার্যক্রমে সহযোগিতা করেন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর থানা পুলিশ, আনসার সদস্যবৃন্দ। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রায়পুর অঞ্জন দাশ কর্তৃক ২০,০০০ টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল কর্তৃক ৪৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদানসহ মোট ০৯টি দোকানে অবৈধ ফুটপাথ ব্যাবহার করে মালামাল বিক্রয়, অতিরিক্ত দামে মাল বিক্রি, মূলতালিকা প্রদর্শন না করায় ৯ টি মামলায় সর্বমোট ৬৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।
এ ব্যাপারে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অণজন দাস বলেন, সুযোগ্য লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনায় আজ ০৫ এপ্রিল ২০২২ তারিখে রায়পুর বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট আইনগুলোর উপর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply