এম এ হান্নান,পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি;-
ইফতারির সময় দোকান থেকে দই কেনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশুহাটি, জুনিওয়াল, মাইজহাটি আদর্শপাড়া চারএলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পুলেরঘাট বাজারের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কালিয়া চাপড়া ইকোনমিক জোন সংলগ্ন এলাকায় প্রায় দুই ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে।
এ সময় চার গ্রামেরই প্রায় ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে গুরুতর হওয়ায় ইমন, বকুল অর্পরব, জামাল, কিশারগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বকুল মিয়াকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। জানা যায়, ইফতারের পর পুলেরঘাট বাজারে দই কেন্দ্র করে আদর্শ পাড়া জামাল এবং বিশুহাটি গ্রামের ইমন দুই জনের মধ্যে পুলেরঘাট বাজারে গচিহাটা রোডে পলাশ হোটেল কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হলে চার গ্রামের লোকজনই দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়ক দুই ঘন্টা উবয় পাশে গাড়ির জাম লেগ থাকে পরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও কটিয়াদি, আহুতিয়া ফাঁড়ির ও ডিভিসহ শতাধিক পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply