এ,কে,এম,খোরশেদ আলম,
নাটোর জেলা প্রতিনিধিঃ-
ভগ্নিপতি ও শ্যালক একই সাথে বসে মাদক সেবনরত অবস্থায় নলডাঙ্গা থানা পুলিশ কর্তৃক আটক।
নলডাঙ্গা থানার মাদকবিরোধী অভিযানে, নলডাঙ্গা থানার চক ভবানীপুর গ্রামস্হ, জনৈক সাইদুল ইসলাম পিতা সৌরভ মন্ডল এর বসত বাড়ির পশ্চিম পার্শ্বে, বামনগ্রাম হতে নশরৎপুরগামী পাকা রাস্তার নিচে, ফাঁকা জায়গায় বসে, মাদক সেবনরত অবস্থায় রাত্রী ১২.১০ টার সময় মাদকসেবী ভগ্নিপতি আলম খাঁ (২৮), পিতা তোফাজ্জল খাঁ, সাং উলিপুর আমহাটি , থানা নাটোর সদর ও শ্যালক মাদকসেবি মাহাবুব প্রাঃ(২৪), পিতা জালাল প্রাঃ, সাং নশরৎপুর সাহেব ভিটা, থানা নলডাংগা, উভয় জেলা নাটোরদ্বয়কে আটক করে, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে অদ্য তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply