পঙ্কজ মিত্র:মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ- বাংলাদেশ আ‘লীগ এর সাবেক প্রেসিডিয়াম সদস্য পিরোজপুর ০৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সাংসদ, ভাষা সৈনিক প্রায়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদ এর ২৫ তম মৃত্যু বাষিকী ১২ এপ্রিল মঙ্গলবার। এ জাতীয় নেতার মৃত্যু বাষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে তাঁর প্রতিষ্ঠিত মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ, বিকেল উপজেলা আ‘লীগ কার্যালয় এবং নিজ গ্রাম উপজেলার হলতা গুলিশাখালীতে মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদ স্মরণ সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করেছেন।
এছাড়া ঢাকা মিরপুর বু্িদ্ধজীবী কবরস্থানে মঙ্গলবার সকালে তাঁকে দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে ধানমন্ডি ৩২ সড়কে ৬৬৬ নং বাসায় দোয়া মুনাজাতের আয়োজন করা হয়েছে। ১৯৯৭ সালের ১২ এপ্রিল বার্ধক্য জনীত কারনে ৭২ বছর বয়সে ঢাকার সোহরাওয়্যাদী হাসপাতালে চিৎিকসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—রাজেঊন)।
জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদ ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, আ‘লীগ মনোনয়ন পেয়ে ১৯৭৩, ১৯৭৯ সালে পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবার পর জাতীয় সংসদে উপনেতা নির্বাচিত হন। ১৯৯১ সালেও পিরোজপুর ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
Leave a Reply