এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু । এ সময় আহত হয়েছে আরও ২ জন।
আজ শনিবার (১৬ এপ্রিল) রাত ৮ টায় দিকে উপজেলার মির্জাপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
জানা যায়, মির্জাপুর বাজারে একটি দোকানে সাইফুলসহ আরও দুই বন্ধু কাজ করছিলেন। এমতাবস্থায় দুজন বন্ধু বিদ্যুতায়িত হলে তাদের উদ্ধারে ছুটে যান সাইফুল। এ সময় সেও বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে আহত দুজনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পাকুন্দিয়া থানার অতিরিক্ত দায়িত্বে থাকা ওসি নাহিদ হাসান সুমন এ খবর নিশ্চিত করেছেন।
Leave a Reply