আলীকদম উপজেলা প্রতিনিধি;-
চকরিয়া-আলীকদম সড়কে বধুঝিরি নামক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ছাত্রলীগ নেতা ছোটন শীল এর ন্যায় বিচার প্রতিষ্টার নিশ্চিতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ১৭ এপ্রিল ২০২২ইং সকাল ১০ ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদে সামনে বাংলাদেশ ছাত্রলীগ আলীকদম উপজেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২৯ মার্চ ২০২২ইং তারিখে চকরিয়া-আলীকদম সড়কের বধুঝিরি নামক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত (সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক, আলীকদম উপজেলা ছাত্রলীগ) ছাত্র নেতা ছোটন শীল এর সড়ক দুর্ঘটনায় নিহতের সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্টা নিশ্চিতের দাবীতে মানববন্ধন করেন আলীকদম উপজেলা ছাত্রলীগ।
এসময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব দুংরি মং মার্মা,আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব কফিলউদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন (বিএসসি), আলীকদম উপজেলা ছাত্র লীগের সভাপতি জনাব জাবেদ ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলামসহ আলীকদম উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজের সচেতন মহল ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন চকরিয়া-লামা,আলীকদম সড়ক দুর্ঘটনায় নিহত ছোটন শীলের মর্মান্তিক মৃত্যুর রহস্য উদঘাটিত করে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
Leave a Reply