পঙ্কজ মিত্র,মঠবাড়িয়ায় প্রতিনিধি;-
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামী খলিল আকন (৪৫) কে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজেত প্রেরণের আদেশ দেন।
আসামী খলিল আকন উপজেলার পাঁচশতকুড়া গ্রামের মৃত হাতেম আলী আকনের ছেলে। মামলা সূত্রে জানাগেছে, গত ৩০ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে একা পেয়ে প্রতিবেশী লম্পট খলিল আকন ওই প্রতিবন্ধী শিশুটিকে (১৩) জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই শিশুটির মা বাড়িতে আসলে বিষয়টি সে তার মাকে জানায়।
পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে থানা নিয়ে আসে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
Leave a Reply