পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “হাতে খড়ি ফাউন্ডেশন” এর পক্ষ থেকে স্কুল পড়ুয়া জেলে শিশুদের মাঝে “এক বক্স ঈদ আনন্দ” নামে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় বলেশ্বর নদীর পাড়ে উপজেলার তুষখালী ইউনিয়নের কাটাখাল নামক স্থানে ৪০ জন শিশু শিক্ষার্থীর হাতে এ ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাতে খড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রুবের মিয়া নাহিদ, সভাপতি সজীব, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তারসহ সংগঠনের বিভিন্ন সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। সংগঠনটির সভাপতি সজীব জানান, ২০১৮ সাল থেকে জেলে পল্লী এলাকার শিশুদের স্কুলমুখী করার জন্য কাজ করছি। শিশুরা যাতে স্কুলে যায় সেজন্য তাদেরকে উদ্ধুদ্ধ করা পাশাপাশি বিভিন্ন উপহার ও উপকরণ দিয়ে থাকি।
প্রতিষ্ঠাতা পরিচালক রুবের মিয়া নাহিদ বলেন, জেলে পল্লী এলাকার শিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই মাছধরাসহ বিভিন্ন কাজে জড়িয়ে পড়ে। এসকল শিশুরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে অনুভূতি থেকেই ২০১৮ সালে বন্ধুদের সাথে আলোচনা করে সংগঠনটি তৈরী করি। বর্তমানে আমাদের শতাধিক স্বেচ্ছাসেবী বা সদস্য রয়েছেন। আমারা নিজেরাই চাঁদা দিয়ে এবং বিভিন্ন জনের নিকট থেকে সংগ্রহ করে শিশুদের কল্যাণে ব্যয় করি। এছাড়াও প্রতি শুক্রবার পাঠদানের ব্যবস্থা করি।
Leave a Reply