জাকির হোসেন,রাজশাহী প্রতিনিধিঃ-
রাজশাহীর দারুশাতে রিয়াল সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার (২১এপ্রিল)ইফতার ও দোয়া মাহাফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোসাঃআরজিয়া বেগম, ভাইস চিয়ারম্যান পবা উপজেলা পরিষদ।উক্ত অনুষ্ঠানে গোলাম মোস্তফা চিয়ারম্যানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোঃজিয়াউল হক,পরিচালক রিয়াল সাংস্কৃতি চর্চা কেন্দ্র,আসলাম আলী সংগ্রীত শিক্ষক রিয়াল সাংস্কৃতি চর্চা কেন্দ্র,নুরুল ইসলাম সংগীত শিক্ষক রিয়াল সাংস্কৃতি চর্চা কেন্দ্র, জাকির হোসেন, সদস্য পবা উপজেলা প্রেস ক্লাব।উপস্থিত ছিলেন সকল রিয়াল সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্যবৃন্দ।তারা পবিত্র মাহে রমযান উপলক্ষে বাংলাদেশসহ সকল মুসলিম বিশ্বের মানুষের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করেছেন ।তারা একই সুরে বলেন বিশ্ব মুসলিমের জন্য পবিত্র মাহে রমযান খুবই গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত। এ মহান মাসে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের দোষ নির্ধারণ না করে বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন।
জাকির হোসেন, রাজশাহী।
তারিখঃ২১/০৪/২০২২
মোবাঃ০১৭৭৬৯২০৬৪৮
Leave a Reply