পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের সূর্যমনি গ্রামের জণৈক শুক্কুর এর ক্রয়কৃত সম্পত্তি থেকে ছন বনের মধ্যে হইতে অর্ধ গলিত অজ্ঞত যুবকের লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
শরেজমিন গিয়ে জানাগেছে, গত ২৩ এপ্রিল শনিবার বিকেলে ৯৯৯ কল পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
মঠবাড়িয়া ও ভান্ডারিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইব্রাহিম, অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল, পিবিআই ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
মঠবাড়িয়া ও ভান্ডারিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইব্রাহিম বলেন, ৯৯৯ কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শণ করেছি। অজ্ঞতনামা ওই লাশটির মুখমন্ডল বিকৃত থাকায় সনক্ত করা সম্ভব হয়নি। লাশটি পোসমাড়ামের রির্পোট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন যানা যাবে।
Leave a Reply