আজিজুল ইসলাম,পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায়,বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায় “ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়। নারী ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং করনীয় বিষয়ে বিস্তারিত জানতে পারে, সেই সাথে নারী সদস্যরা ইউনিয়ন পরিষদের একজন অপরিহার্য সদস্য হিসেবে নিজেকে গড়ে তোলার কৌশল বিষয়ে জানতে পারে।
নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী মহিলা পরিষদের শাখা অফিসে অনুষ্ঠিত প্রশিক্ষণে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের সদস্য মোসাঃ শিমুলের সভাপতিত্ব সহায়ক হিসেবে থাকেন নেছারাবাদ উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস জাহান, অপরাজিতা প্রকল্পের পিরোজপুর জেলা প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল ও নেছারাবাদ উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর ফকির মিঠু। উক্ত প্রশিক্ষণে ৫টি ইউনিয়নের ১৩জন নারী ইউপি সদস্য অংশগ্রহণ করেন।
Leave a Reply