পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধিঃ-
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ৩০ টি পরিবারের হাতে জমির দলীল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান মাসে বিশেষ উপহার হিসেবে ভূমিহীনদের মাঝে ঘর বিতরণ ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে শুভ উদ্বোধন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক রোববার (২৪ এপ্রিল) বিকেল ৫ টায় শহীদ মাখন লাল দাস মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন জানান, উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী এলাকায় নির্মিত এ ঘর গুলোকে ঘিরে বনায়নসহ রয়েছে অত্যান্ত মনোরম পরিবেশ। থাকছে নিরাপদ পানীর ব্যবস্থা।
প্রতিটি ঘরে ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫‘শ টাকা। তিনি আরও জানান, উপজেলা এখন পর্যন্ত ৩৮১ টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রথম পর্যায় ১৮১ টি ২য় পর্যায় ২০০ টি এবং তৃতীয় পর্যায়ের ২৯৫ টি বরাদ্দের মধ্যে ৩০ টি ঘরের কাজ সম্পন্ন হওয়ায় ২৬ এপ্রিল হস্তান্তর করা হবে। এছাড়াও বর্তমানে চলমান রয়েছে ৯০ টি ঘরের নির্মাণ কাজ।
Leave a Reply