কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;-
ঈদ মানে আনন্দ। আর ঈদের পোশাক ছাড়া ঈদের আনন্দ যেন অপূর্ণই থেকে যায়। সামর্থের মধ্যে সবাই চায় ভালো পোশাক পরতে। নিজের পরিবারের সদস্যদের ছাড়াও আত্মীয় স্বজনকে ঈদপোশাক উপহার দেওয়ার রেওয়াজ আছে আমাদের দেশে। প্রিয়জনদের জন্য পছন্দের পোশাকটি বেছে নিতে অর্ধেক রোজার পর থেকেই মনকাশাইর বাজার এক্সপোর্ট কালকশান দেখাযায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে দিন দিন মানুষের ভিড় বাড়ছে। ঈদের আগ মুহূর্তু পর্যন্ত বেচাকেনায় ব্যস্ত থাকবেন ক্রেতা বিক্রেতারা। কসবার মধ্য কম দামে পোশাক কিনতে পেরে ক্রেতারা আন্দবোধ করছেন গত দুই বছর অতিমারি করোনার কারণে ঈদ বাজার একেরারেই সীমিত ছিলো। এবার স্বাস্থ্যবিধি না থাকায় পূর্বের ন্যায় আবার জমে মনকাশাইর বাজার এক্সপোট কালেকশন জমে উঠছে ঈদ বাজার।মনকাশাইর এক্সপোর্ট কালেকশন কাপড় দামের দিক থেকে কসবা উপজেলা শহরের চেয়ে অনেক সাশ্রয়ী বলে ক্রেতারা জানান। স্থানীয় ক্রেতা নজরুল ইসলাম জানান, উপজেলা শহরের চেয়ে মনকাশাইর এক্সপাোট কালেকশনে কাপড়ের দাম কম এবং দেখেশুনে পছন্দ করে কাপড় কেনা যাচ্ছে। এখানে প্রতারণার কোনো সুযোগ নেই। এক্সপোট কালেকশন
এর স্বত্বাধিকারী নাজির আহমেদ ভুইয়ার কাছে প্রশ্ন করা হলে আপনি এতো কম দামে কি ভাবে পোশাক বিক্রি করতে পারেন? তিনি জানান সরাসরি গামেন্টস থেকে কম দামে তৈরি পেশাক আমদানি করেন তিনি তার নিজস্ব পরিবহন ব্যবস্হা রয়েছে
তাই তিনি কম ধরে পোশাক বিক্রি করতে পারেন
Leave a Reply