পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান মাসে বিশেষ উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০টি অসহায় পরিবার পেল নতুন ঘর। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে সারা দেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীদের অনুকূলে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০টি ঘর উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে শাহীদ মাখন লাল দাস মিলনায়তনে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ূন কবির, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর হক খান মজনু, মো. বাচ্চু আকনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যাম ব্যক্তিবর্গ।
পরে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী এলাকায় নির্মিত ৩০ টি পরিবারের সদস্যদের হাতে জমির দলীল ও ঘরের চাবি তুলে দেয়া হয়।
Leave a Reply