পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,রায়পুর(লক্ষ্মীপুর);-
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে সারাদেশে ৩২৯০৪ টি জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যায়ে লক্ষ্মীপুর জেলার রায়পুরে ২১৫ টি গৃহহীন পরিবারকে জমি সহ ঘরের দলিল ও খতিয়ান বুঝিয়ে দেয়া হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় রায়পুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, মেয়র, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া। সভাপতিত্ব করেন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ, উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি), রায়পুর, রাসেল ইকবাল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদ এর সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী ব্যক্তিবর্গ।
Leave a Reply