সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া বন্ধন যুব সংগঠন উদ্যোগে পাঁচটি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে। রান্না করা ইফতারে ছিল পোলাও ভাত ও মুরগীর পিস।
সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে অবস্থিত ৫টি মাদ্রাসা মাঝে রান্না করা এসব ইফতার বিতরণ করা হয়।
পবিত্র মাহে রমজানে ১)দেওড়া হাজী বাড়ি নূরে মদিনা রিয়াজুল জান্নাত হাফিজুল কোরআন মাদ্রাসা ২) দেওড়া হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসা হাদিম বাড়ি ৩) দেওড়া দক্ষিণ গাউছিয়া হাফিজিয়া মাদরাসা তন্তর ৪)দেওড়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা দেওড়া বাজার ও ৫) দেওড়া মদিনাতু উলুম দারুল সুন্নাহ মাদ্রাসায় রান্না করা এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দেওড়া বন্ধন যুব সংগঠনের সকল সদস্যবৃন্দরা। সংগঠনের সদস্যরা গণমাধ্যম কে বলেন, আলহামদুলিল্লাহ্ দেওড়া বন্ধন যুব সংগঠন এর পক্ষ হতে দেওড়া গ্রামের ৫টি মাদ্রাসায় ছাত্র শিক্ষকের জন্য এ ইফতার আয়োজন করা হয়েছে।বন্ধন যুব সংগঠন সামাজিক সকল ভাল কাজের সঙ্গে সব সময় থাকতে পারে এমনটাই প্রত্যাশা ও আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের ইফতার বিতরণের উদ্দেশ্য।
(রিপোর্টার;-মোঃ রুবেল মিয়া)
Leave a Reply