পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আধাঁরে মালিকানা কৃষি জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লাসহ ১৮ টি পরিবার প্রধান গণস্বাক্ষর করে ২৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। ৩০ এপ্রিল শনিবার গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন ওই কৃষি জমির ভুক্তভোগী মালিকরা।
জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বুখইতলা বান্ধবপাড়া আশ্রাব আলী‘র বাড়ি হইতে সের আলী হাওলাদারের বাড়ি পর্যন্ত সরকারি বরাদ্দে প্রায় ১ হাজার ফুট নতুন রাস্তা নির্মাণ করার অনুমোদন দেয়া হয়। কিন্তু স্থানীয় ইউপি সদস্য পুরাতন রাস্তাটি সংস্কার না করে এবং ওই নতুন রাস্তাটির আওতায় জমির মালিকদের সাথে আলোচনা না করেই ২৩ এপ্রিল রাতের আধাঁরে কৃষি জমি নষ্ট করে ভেকু দিয়ে নতুন রাস্তাটি নির্মাণ করেন।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা জানান, ইউপি সদস্যের আত্মীয় একটি পরিবারের সুবিধা দেয়ার জন্য ১৮ টি পরিবারের কৃষি জমি নষ্ট করে রাতের আধাঁরে রাস্তাটি নির্মান করা হয়।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য শাহিন মোতালেব জানান, রাস্তার অভাবে ওখানে ১০টি পরিবার দুর্বিষহ জীবন-যাপন করত। এখন তাদের কোনরকম একটি চলার পথ তৈরি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, সরেজমিনে পরিদর্শন করেছি। এমপি মহোদয়ের বরাদ্দকৃত টিআর দিয়ে দিনের বেলায় রাস্তাটি নির্মাণ করা হয়েছে।
Leave a Reply