এম এ হান্নান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধঃ-
কিশোরগঞ্জ সদর ৯ নং চৌদ্দশত ইউনিয়ন পরিষদ ভিজিএফ’র সরকারি চাল বিতরণের সময় ভুয়া টুকেন অভিযোগে নান্দলা ও কাজিরগাঁও নারী পুরুশ সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১ মে ) দুপুর ২ টা সময়ে গ্রেফতার করা হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ আতাহার আলী জানায় রবিবার দুপুরে ৯ নং চৌদ্দশত ইউনিয়ন পরিষদ ভিজিএফ’র চাল বিতরণের সময় নান্দলা গ্রামে বাতেন মিয়া, হারুন, আকলিমা,ফিরুজা,সালমা,মজিনা, কাজিরগাও গ্রামে শাহজাহান ৮ জনকে ভিজিএফ’র ভুয়া টুকেন সহ আটক করেন পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply