এম এ হান্নান কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-
কিশোরগঞ্জ সদর উপজেলা জালুয়াপাড়া পুলেরঘাট অসহায় এবং দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সোনালী ভবিষ্যত ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ । ভিক্ষুক ও প্রতিবন্ধী মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সংগঠনটির এই উদ্যোগ। রবিবার (১মে) সকালে সোনালী টাওয়ার সামনে চৌদ্দশত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভিক্ষুক ও প্রতিবন্ধীদের সোনালী ভবিষ্যত ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে সেমাই, চিনি,আলু, মুরগী , পোলাও চাউল,পিয়াজ প্রদান করা হয়।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলি সিদ্দিকী, কিশোরগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ দাউদ,চৌদ্দশত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সোনালী ভবিষ্যত ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ চেয়ারম্যান মোঃ আতাহার আলী এবং সোনালী ভবিষ্যত ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ পরিচালক মোঃ বায়েজিদ মোস্তামী, ম্যানেজার মোঃ রাসেল ভূইয়া , এরিয়া ম্যানেজার মোঃ রুহুল আমিন,এরিয়া ম্যানেজার সমর দাস, অডিট অফিসার পল্টন কর ও কর্মকর্তা বৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মোঃ আতাহার আলী বলেন অসহায়দের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছি। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
Leave a Reply