এম এ হান্নান কিশোরগঞ্জ প্রতিনিধি;-
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন জিল্লুর রহমান।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান সোমবার মৃত্যুবরণ করায় কমিটির সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল বলেছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী জিল্লুর রহমান এখন ভারপ্রাপ্ত সভাপতি।
২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভাপতি হিসেবে কামরুল আহসান শাহজান ও সাধারণ সম্পাদক হিসেবে এমএ আফজলের নাম ঘোষণা করেন।
পরবর্তীতে দলের সভাপতি শেখ হাসিনার ওই বছরের ১৪ অক্টোবরের স্বাক্ষরে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদিত হয়।
Leave a Reply