আহসান হাবীব,স্টাফ রিপোর্টারঃ-
ঈদ -উল ফিতর উৎযাপনের আনন্দ উল্লাসের নামে চলছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার অলিতে গলিতে বেপরোয়া ভাবে গাড়ীতে ডিজে গানের বাজনা। যার শব্দ দুষনে অতিষ্ঠ সাধারন মানুষ। গতকাল (৩মে)মঙ্গলবার মুসলমানের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল ফিতর উৎযাপিত হয়।
সরজমিনে ঘুরে দেখা যায় সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজার, খাসের হাটসহ বিভিন্ন রাস্তায় ২০/৪০ জন যুবক একত্রে একটা পিকাপ ভ্যান ভাড়া করে উচ্চস্বরে সাউন্ড বক্সের তালে তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নেচে গেয়ে ছুটে চলে এলাকার বিভিন্ন অলিগলিতে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী ও তাদের বেপরোয়া গাড়ী চলাচলে প্রতিনিয়ত ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা এমনই আশংকা করছেন সচেতন মহল।
এমন উচ্চস্বরে গান বাজনা গাড়ির সংখ্যা নিচক কম নয় প্রতি মিনিটে পার হচ্ছে যার সংখ্যা অপ্রতুল।
শুধু উচ্চ স্বরে গান বাজনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে বিশেষ ধরনের বাশি যা দিয়ে অতিরিক্ত শব্দ বের হয় তা বাজানো হচ্ছে যার ফলে সাধারণ পথচারীদের চলাচলে প্রচুর সমস্যার সৃষ্টি হচ্ছে।
যুবক ও উঠতি বয়সের ছেলেরা দল বেঁধে যে ভাবে বিভিন্ন বিকৃত অঙ্গভঙ্গি প্রদর্শন করে তা দেখতে লজ্জা হয়। তাদের কিছু বলতে গেলে অপদস্ত হতে হয় এমন মতামত ব্যক্ত করেন সাধারণ মানুষ।
চলন্তগাড়িতে নেচে গেয়ে আত্নহারা অবস্থায় গাড়ি থেকে পড়ে যে কোন সময় যে কোন ধরনের দূর্ঘটনা ঘটতেই পারে।
এছাড়া রয়েছে হেলমেট বিহীন বাইক চালানো যা উচ্চ গতিতে চলাচল করছে।
সাধারণ এক পথচারী বলেন, বাসা থেকে মেয়েদের নিয়ে বেড়াতে এসে রাস্তায় এই সব ডিজে গানের সঙ্গে ছেলেরা যে সব বাজে ইজ্ঞিত করছে বের হওয়ায় যাবে না।
মেয়েদের দেখলে এদের কার্যকলাপ বেড়ে যায়, অশ্লীল ভাষায় কথা বলছে। যা মোটেও কাম্য নয়।
Leave a Reply