লিয়াকত,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;-
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিলাখপীরে মোসাইবা আক্তার (৩) ও সানাউল হক (৩)নামের দুই শিশু ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। শিশু মোসাইবা তিনলাখপীরের জুয়েল মিয়ার মেয়ে ও সানাউল হক কুমিল্লার হৃদয় মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদের ছুটিতে সানাউল তার পরিবারের সাথে নানার বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরের পর তার মামাতো বোন মোসাইবার সাথে বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাদের খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। অনেক খোজাখুজির পর বাড়ির পেছনে ডোবায় তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে তন্তর বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply