1. admin@danikagonikontho.com : admin :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসকে বিদায়ী সংবর্ধনা মঠবাড়িয়ায় বড়মাছুয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ মঠবাড়িয়ায় আওয়ামীলীগের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন পাকুন্দিয়ায় ডাঃ শহিদুল্লা- জাহানারা ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ কিশোরগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের প্রার্থীর পাকুন্দিয়ায় মতবিনিময় কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়ন বাতিল পিরোজপুর-৩ আসনের আওয়ামীলীগের প্রার্থীর বঙ্গবন্ধুর মাজার জিয়ারত কিশোরগঞ্জ ২ আসনে আক্তারুজ্জামান রঞ্জন সহ তিন জনের মনোনয়ন বাতিল গভীর সমুদ্র থেকে পাইপ লাইনে তেল পরিবহন শুরু পিরোজপুর-৩ আসনে মোট ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

রেলমন্ত্রীর পদত্যাগ চায় টিআইবি

  • আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৭০ বার পঠিত

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ-
রেলের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সাময়িক পদত্যাগের দাবি জানিয়েছে টিআইবি।

আজ শনিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ঘটনা ক্ষমতার অপব্যবহারের নির্লজ্জ ও নিকৃষ্ট উদাহরণ। রেলমন্ত্রীর আত্মীয়রা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে চেয়েছিলেন। এতে স্পষ্ট হয়, রেলের প্রচলিত আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তিনি বলেন, এছাড়া আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়। অথচ সঠিকভাবে দায়িত্ব পালন করায় তাকে পুরস্কৃত করার কথা ছিল। এ সিদ্ধান্ত দেশবাসীর সামনে তুলে ধরে, ক্ষমতার দাপট ও অনিয়মই হচ্ছে বাস্তবতা।
টিআইবি নির্বাহী পরিচালক বলেন, একইসঙ্গে নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছেছে।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় নিজের সংশ্লিষ্টতা গণমাধ্যমে অস্বীকার করেছেন রেলমন্ত্রী। তার আত্মীয় পরিচয় দেয়া ব্যক্তিদের চেনেন না বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি টিটিই বরখাস্তের নেপথ্যে যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ সামনে এনেছে রেল কর্তৃপক্ষ। এর সঙ্গে রেলমন্ত্রী একমত হয়েছেন।

টিআইবি মনে করে, রেলমন্ত্রীর আত্মীয়দের জড়িয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।তাছাড়া বিনা টিকিটে যাত্রীরা তার পরিচয় ব্যবহার করেছেন। তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নৈতিক অবস্থান থেকে সাময়িক রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Dainik Agoni Kontho
Theme Customized By Theme Park BD