পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুরের মঠবাড়িয়া-চরখালী সড়কে মেঘনা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে সড়কের বাইরে পড়েছে। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে মঠবাড়িয়া আসার পথে স্থানীয় দেবীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, ঢাকা থেকে মঠবাড়িয়াগামী মেঘনা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৫০৩৯) মঠবাড়িয়ার দেবীপুর হিজলতলাতে পৌঁছলে সড়কের মোড় ঘুড়তে গিয়ে চালক গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের মোড়ের নিরাপত্তা পিলার ভেঙ্গে বাসটি সড়কের বািইরে ছিটকে পড়ে উল্টে যায়।
স্থানীয় তরুন অনুপম হালদার জানান, গাড়িতে ১১/১২ জন যাত্রী ছিল।স্থানীয়রা যাত্রীদের গাড়ি থেকে বের করে নেন। যাত্রীদের তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
Leave a Reply