লিয়াকত মাসুদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;-
শুক্রবার (১৩ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ও বিনাউটি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখীর ঝড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া ঘুর্ণিঝর অশনীর প্রভাবে অবশিষ্ট বোরো ধান ও রবিশষ্যও ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, বিনাউটি ইউপি চেয়ারম্যান বেদন খান ও বাদৈর ইউপি চেয়ারম্যান শিপন আহাম্মেদ ভ’ইয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন
সরেজমিনে বাদৈর ও বিনাউটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, কালবেশাখী ঝড়ে কাচা ঘর-বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ে জমিতে থাকা অবশিষ্ট পাকা বোরো ধানসহ রবিশষ্যেও ক্ষতি হয়েছে বলে জানায় এলাকাবাসী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার পৌছে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, ক্ষয়ক্ষতির ব্ষিয়টি নিরুপন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন প্রদানের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
Leave a Reply