মঠবাড়িয়ায়,পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুফল ভোগীদের মাঝে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫ জন হত দরিদ্র জেলে পরিবারের মাঝে বকনা গাভী-বাছুর বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মৎস্য অফিস চত্বরে ১৫ জন উপকার ভোগী জেলের হাতে দেশীয় প্রজাতীর গাভী ও বাছুর তুলে দেয়া হয়। এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইলিশ সম্পদ ব্যাবস্থাপনা প্রকল্পের পরিবেশ ও মুল্যায়ন কর্মকর্তা (মৎস্য ভবন ঢাকা) রাকিব হাসান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহন্মেদ, উপজেলা নির্বহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ঊর্মি ভৌমিক, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা হাসিনা বেগম ডাক্তার রুস্তুম আলী কলেজের সহকারী অধ্যাপক মোতালেব হোসেন সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় মঠবাড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যাস্তবায়নে উপকার ভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়।
Leave a Reply