পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুরে অপহরন ও ধর্ষন মামলায় ৩ যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে রায়পুর থানা পুলিশ। তারা হলো রায়পুর পৌরসভার কাঞ্চনপুর গ্রামের আঃ গফুর ভূইয়া বাড়ির আক্তার হোসেনের ছেলে মোঃ নজরুল ইসলাম(২২), আবুল খায়ের লেদার ছেলে রবিউল ইসলাম রাব্বি(২৩), পৌর ৭ নং ওয়ার্ড হাবু ছৈয়াল বাড়ির নিজাম উদ্দীন জুলহাসের ছেলে মোঃ আব্দুল আজিজ অরিন (২২)। মামলার এজাহার ও সরেজমিন গিয়ে জানা যায় রায়পুর পাইলট বালিকা বিদ্যালয়ের ৮ ম শ্রেনী পড়ুয়া মিম আক্তার (১৫) এর সাথে ওয়াইফাইর লাইনম্যান নজরুল এর প্রেমের সম্পর্ক হয়। মিম একই গ্রামের আইনজীবী সহকারী নুররআলমের মেয়ে। গত ১১ মে মিম যথারীতিরস্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে নজরুলের বন্ধু রায়পুর পৌর আওয়ামীলীগের সাঃ সম্পাদক আবু সাঈদ ঝুটনের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার আব্দুল আজিজ অরিনের সমহযোগিতায় নজরুল এবং মিমকে ঢাকার উদ্দেশ্যে, রায়পুর উত্তর বাজার সিএনজিতে উঠিয়ে দেয়। সিএনজি যোগে তারা চাঁদপুর লঞ্চ টার্মিনাল গিয়ে লঞ্চযোগে ঢাকা নজরুলের আরেক বন্ধু রবিউল ইসলাম রাব্বির বোনের বাসায় উঠে। বিবাহ না করেই লঞ্চ এবং ঢাকার বাসায় নজরুল মিমকে একাধিকবার ধর্ষন করে। মিমের বাবা নুর আলমের অভিযোগের ভিত্তিতে ১২ মে রায়পুর থানার উপ-পরিদর্শক সাফায়েত উল্যাহ অভিযান চালিয়ে রাব্বির বোনের বাসা থেকে নজরুল রাব্বিকে আটক করে ও মিমকে উদ্ধার করে। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী২০২০) এর ৭/৯(১)/৩০ ধারায় একটি মামলা রুজু হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম মিমকে ডাক্তারি পরীক্ষা করে বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দির জন্য পাঠানো হয়েছে।
Leave a Reply